বীমা (insurance) নিয়ে অনেকের অনেক ধরণের ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন যে ইন্সুরেন্স বা বীমা মানে এক ধরণের investment scheme যেখানে টাকা জমা রাখা হয়। এবং, জমা করা টাকা ভবিষ্যতে সুদে -মুলে (interest) আমরা তুলে নিতে পারি। ঠিক সেরকম যেরকম, savings scheme, bank recurring, Fixed deposit বা mutual fund হয়। কিন্তু, মনে রাখবেন যে, বীমা (insurance) এভাবে টাকা জমা রেখে ভবিষ্যতে সুদে -মুলে টাকা আয় করার সাধন বা মাধ্যম না।
এখানেই লোকেরা insurance এবং অন্য investment scheme মাঝে থাকা পার্থক্য বুঝতে ভুল করেন। বীমা কখনোই আপনাকে direct profit আয় করতে সাহায্য করবেনা। তবে মনে রাখবেন, বীমা বা ইন্সুরেন্স স্কিম, এর মাধ্যমে ভবিষ্যতে হতে পাড়া বিভিন্ন ক্ষতির (loss) বিনিময়ে ভালো পরিমানে টাকা পেয়ে যেতে পারবেন।
তাই, বীমা স্কিম (insurance scheme) এর মাধ্যমে সরাসরি ভাবে কোনো আর্থিক লাভ না হলেও, ভবিষ্যতে আপনার জীবনে ঘটতে পাড়া বিভিন্ন ক্ষতি বা সমস্যার বিনিময়ে আপনি ভালো পরিমানে টাকা, বীমা কোম্পানি (Insurance company) থেকে পেয়ে যেতে পারবেন।
উদাহরণ স্বরূপে,
ধরুন আপনি একটি “health insurance company” থেকে নিজের “স্বাস্থ্যের বীমা (health insurance)” করলেন। এবং, বীমা কোম্পানির চুক্তি হিসেবে প্রত্যেক বছর আপনার ৩ হাজার টাকা করে প্রিমিয়াম হিসেবে দিতে হবে।
এখন, হবে এটা যে আপনার প্রত্যেক বছরে দেয়া সেই ৩০০০ টাকার প্রিমিয়াম এর বদলে আপনাকে এক টাকাও দেয়া হবেনা। তবে, যদি আপনার স্বাস্থর সাথে জড়িত কোনো সমস্যা ভবিষ্যতে দেখা দেয় এবং আপনাকে হাসপাতালে ভর্তি করতে হয়, তখন হাসপাতালের সেই সম্পূর্ণ খরচ বীমা কোম্পানি দিবে।
Note : মনে রাখবেন, যত বেশি প্রিমিয়াম আপনি বীমা কোম্পানিকে দিবেন ততটাই বেশি খরচ বীমা কোম্পানি যেকোনো ক্ষতির বিপরীতে আপনাকে দিবে।
আমি নিজে “health insurance” নিয়েছি, এবং ২০১৯ এ আমার খারাপ স্বাস্থ্যের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে, health insurance থাকার জন্য, পুরো ১২০০০০ টাকার হাসপাতালের খরচ insurance company র দ্বারা দেয়া হয়েছিল।
অবশই সেই সময় আমি ইন্সুরেন্স বা বীমার প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝতে পেরেছি। এখন, সোজা ভাবে যদি বলা হয় “বীমা মানে কি“, তাহলে উত্তর হলো,
বীমা বা ইন্সুরেন্স মানে হলো এমন এক চুক্তি বা জামিন (guarantee), যেখানে একটি ছোট্ট প্রেমিয়াম (টাকা) দেয়ার বিপরীতে, ভবিষ্যতে হওয়া বিভিন্ন ক্ষতি যেমন, বাহনের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, ঘরের ক্ষতি, জিনিসের ক্ষতি, চুরি (theft) বা মৃত্যু এবং আরো অনেক ধরণের ক্ষতি হওয়ার ফলে বীমা কোম্পানির থেকে ভালো পরিমানে ক্ষতিপূরণ (compensation) পাওয়া যাবে। তাহলে বীমা কি, বেপারটা হয়তো এখন অবশই বুঝতে পেরেছেন।