আপনার যদি পরিবার আছে, এবং আপনার পরিবারে কেবল আপনি যদি আর্থিক ভাবে সহযোগিতা করছেন, তাহলে একটি “term life insurance” করে রাখাটা আপনার জন্য অনেক জরুরি।
“Term life insurance” এমন এক প্রকারের বীমা যেখানে, যার নামে ইন্সুরেন্স করা হয়েছে সেই ব্যক্তির যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে তার মৃত্যুর পর একটি নির্ধারিত রাশি তার পরিবার বা মনোনীত ব্যক্তিকে (nominee) দেয়া হয়।
Insurance নেয়া ব্যক্তির মৃত্যুর পর পরিবারকে কত টাকা দেয়া হবে, সেটা বীমা নেয়ার আগেই বিবেচনা করতে হবে।
এবং, আপনার বেঁচে নেয়া রাশি, যাকে বলা হয় “Sum insured value” র ওপরেই আপনার প্রিমিয়াম এর পরিমান নির্ধারিত করা হবে।
যতটা বেশি আপনার sum insured value হবে, ততটাই বেশি দিতে হবে প্রিমিয়াম।
তাহলে জীবন বীমা কি এবং জীবন বীমা কেন প্রয়োজন, সেই ব্যাপারে হয়তো আপনি ভালো করেই বুঝে গেছেন।