হেলথ বীমা বা স্বাস্থ্য বীমার মানে অনেক সোজা। যেই বীমা ভবিষ্যতে হতে পারা কিছু বা সব ধরণের হাসপাতালের ব্যয় (hospital expenses) থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, সেটাই হলো “health insurance“.
যার নাম স্বাস্থ্য বীমা করা হয়েছে, সেই ব্যক্তি যদি ভবিষ্যতে হাসপাতালে ভর্তি হতে হয় চিকিৎসার জন্য, তখন সেই হাসপাতালের খরচ গুলি “Health insurance company” র দ্বারা দিয়ে দেয়া হয় যেই কোম্পানিকে আপনি প্রিমিয়াম দিয়েছেন।
মনে রাখবেন, আপনি যত টাকার যাকে বলা হয় “sum insured value” র ইন্সুরেন্স করেছেন, কেবল ততটুকু টাকার ব্যয় বা খরচ কোম্পানি করবে। তবে, এই ধরণের বীমা করার আগেই, প্রত্যেক নিয়ম কানুন গুলি মেনে এবং নিজে যাচাই করে বীমা করাটা অনেক জরুরি।