বীমার প্রিমিয়াম বা insurance premium এর মানে হলো, সেই টাকার রাশি বা পরিমান যেটা আপনি মাসে মাসে ব বাছরীক ভাবে (yearly) বীমা কোম্পানিকে দিবেন বীমা নেয়ার পর।
তাহলে বন্ধুরা, বীমা এবং জীবন বীমা কি তার সাথে, বীমা কত প্রকারের ও কি কি, এই ব্যাপারে আপনার হয়তো এখন সম্পূর্ণ জ্ঞান হয়ে গেছে। তবে, Life insurance নিয়ে যদি আপনার মনে অন্য কোনো ধরণের প্রশ্ন মা সমস্যা রয়েছে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জিগেশ করুন।
শেষে এতটুকু বলবো, জীবনে ২টি তো বীমা অবশই করবেন। এক হলো, জীবন বীমা এবং আরো একটি হলো স্বাস্থ্য বীমা। কারণ, মানুষের জীবনে কখন স্বাস্থ্য নিয়ে হাসপাতালে যেতে লাগতে পারে এবং মানুষের জীবনের শেষ দিন কখন এসে যেতে পারে, সেটা কেও বলতে পারেনা। শুনতে অবশই খারাপ লাগছে, তবে আমি বাস্তব কথাটাই বলছি। এই দুই ধরণের বীমা করা থাকলে, হাসপাতালে থাকা অবস্থায় বা মৃত্যুর পর দুটোই ক্ষেত্রে, পরিবারের লোকেদের আর্থিক ভাবে কোনো ধরণের কষ্ট হবেনা।