সামাজিক সংগঠনে নিজেকে যুক্ত করার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রেরণা পাওয়া যায়। ইতিবাচক গুণাবলী তৈরী হয়, যার মাধ্যমে মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরী হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। চলার পথে একে অন্যকে সহযোগিতা করার মানসিকতা তৈরী করে। জীবনের প্রতি মুহূর্তকে উপভোগ করার পরিস্থিতি তৈরী করে দেয় সামাজিক ও পেশাজীবী সংগঠন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি কল্যাণমুখী, অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য বেসরকারি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বীমা পেশাজীবীদের নিবন্ধিত সংগঠন “বিআইডিএস সোসাইটি”। গভঃ রেজিঃ নং: এস- ১৩৫৩১।
বিআইডিএস সোসাইটি’র লক্ষ্য ও উদ্দেশ্য:
বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়নের স্বার্থে ইতিবাচক চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানো;
দেশের বেকার সমস্যা দূরিকরণ, ঘরে ঘরে বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তার তথ্য পৌছে দেয়া, প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষিত ও অর্ধশিক্ষিত জনবলকে মানব সম্পদে রুপান্তরের মাধ্যমে দেশের আর্থিক টেকশই উন্নয়নে অবদান রাখা;
বিআইডিএস সোসাইটি দেশের সর্বসাধারণের মাঝে ব্যাপক বীমা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সমসাময়িক সভা, সেমিনার, সিম্পেজিয়াম এর মাধ্যমে প্রয়োজনীয় আলোচনা এবং গঠনমূলক সমালোচনা তুলে ধরবে;
বিআইডিএস সোসাইটি বীমা শিল্পের সংশ্লিষ্ট দপ্তরের সাথে সর্বদা সহায়ক ভুমিকা ও সহযোগী সংগঠন হিসাবে দায়িত্ব পালন করবে। বীমা শিল্পের উন্নয়নের স্বার্থে যে কোন ধরনের ইতিবাচক কার্যক্রমের সাথে একাত্ব ঘোষনা করাসহ প্রয়োজনে যৌথভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে;
বীমা শিল্পের উন্নয়নে বিআইডিএস সোসাইটি সর্বদা নারী কর্মী বৃদ্ধি করণ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বলয় তৈরি এবং টেকশই উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করবে;
বীমা শিল্পের টেকশই উন্নয়নের স্বার্থে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে বিআইডিএস সোসাইটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করবে;
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি বীমা শিল্পের প্রচার প্রসারে নিউজ মিডিয়া প্রতিষ্ঠান স্থাপনসহ বীমা সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর এবং পরিদপ্তরের সাথে সহায়ক ভুমিকা পালন করবে;
প্রাতিষ্ঠানিক শৃংখলার মাধ্যমে বিআইডিএস সোসাইটি দেশ বিদেশের মাঝে বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক ভাবে তুলে ধরবে;
কোন প্রকার অর্থনৈতিক ও অনৈতিক কর্মকান্ডে নিয়জিত না হওয়া;
বাংলাদেশের বীমা শিল্পের সার্বিক উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট সকল দপ্তর ও পরিদপ্তরের সাথে যৌথ ভাবে কাজ করে যাওয়া;
বিআইডিএস সোসাইটির কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে একে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা;
কোন বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বজনপ্রীতি না করে নিরপেক্ষ ভাবে বিআইডিএস সোসাইটি পরিচালনা করা;
ব্যক্তি স্বার্থের চেয়ে বিআইডিএস সোসাইটির সার্বিক উন্নয়নের স্বার্থকে প্রাধান্য দেয়া;
বিআইডিএস সোসাইটি সকল সদস্যের জন্য গ্রুপ বীমা, স্বাস্থ্য বীমা ও পারিবারিক কল্যান তহবিল, অবসরকালীন ভাতা প্রদান, সামাজিক উন্নয়নে অংশিদার, জাতীয় দুর্যোগে অংশগ্রহণ করবে এবং যুগোপোযোগী পরিকল্পনা বাস্তাবায়ন করবে;
দরিদ্র মানুষের মধ্যে যে কোনো জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা;
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ;
অবহেলিত দারিদ্র্যপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ;
অশিক্ষিত অর্ধশিক্ষিত মানবগোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া /গ্রহণ ;
জনসাধারণকে / দরিদ্র জনগোষ্ঠীকে / মানব সমাজকে উপযোগিতামূলক / তাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা;
সাধারণ মানুষের অশিক্ষিত-অর্ধশিক্ষিত মধ্যে পাঠাগার পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠক গড়ে তোলার ব্যাপারে সচেতন করা;
দুষ্প্রাপ্য / পুরাতন পান্ডুলিপি / দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতিসহ পুথি সংগ্রহ করে তা প্রকাশ করা;
প্রদর্শনশালা / জাদুঘর / ভ্রাম্যমান জাদুঘরের মাধ্যমে শিল্পকলা / চিত্রকর্ম প্রদর্শিত করা;
ভাস্কর্য / চিত্রকর্ম সংগ্রহ ও ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা;
চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করা;
মানুষের মধ্যে / জনসাধারণের ভিতর সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার করা;
প্রত্নতাত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রচার বা শিক্ষামূলক গবেষণা কার্যক্রম গ্রহণ;
যান্ত্রিক ও বৈজ্ঞানিক নকশা সংগ্রহণ ও সংরক্ষণ করে উহার উপকারিতা সম্পর্কে প্রচার চালানো;
ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ / মাদ্রাসা প্রতিষ্ঠা করে গরীব আলেম ও ওলামাদের মধ্যে বিনামূল্যে বই সরবরাহ করা;
বিআইডিএস সোসাইটি কন্যা শিশু, পথশিশু, গরীব অবহেলিত ও প্রতিবন্ধি শিশুর শিক্ষা নিশ্চিতে সবসময় বাস্তবমুখি কার্যক্রম করবে। বালিকা বিদ্যালয় স্থাপনের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। কন্যা শিশুর শিক্ষিত হয়ে বেড়ে ওঠা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রোধ করণ, নিরপদ সামাজিক পরিবেশ তৈরীতে অগ্রণি ভুমিকা পালন করবে;
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি গরীব, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ উচ্চ শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান করবে।
অতএব, বিআইডিএস সোসাইটি’র সদস্য পদ গ্রহণ করে আপনিও হতে পারেন, দেশের দশের বীমা শিল্পের উন্নয়নে একজন গর্বিত অংশীদার।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) এর সদস্য পদ-
১) দাতা সদস্য ফি ২০,০০০ (তদুর্ধ) টাকা মাত্র;
২) আজীবন সদস্য ফি ১০,০০০ টাকা মাত্র;
৩) সাধারন সদস্য ফি বার্ষিক ১,০০০ টাকা মাত্র;
৪) সহযোগী সদস্য ফি বর্ষিক ৫০০ টাকা মাত্র।
অফিস ঠিকানা:
২৩/১৭, ব্লক-সি, এভি:৫, মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬।
মোবাইল: ০১৯১৬ ০২০৯৯০, ০১৭৬১ ৭৫২৮৬৭
হটলাইন: ০৯৬ ১১৫৮৮৭১৯ টেলিফোন: ০২ ২২৬৬২২৪৫১
ইমেইল: bidssociety2020@gmail.com ওয়েব সাইট: www.bidssociety.org