নিউজ বিস্তারিত



আলুর জন্য শস্য বীমা দাবি পেলো ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ৮৫৯ জন কৃষক

শস্য বীমা থাকলে পাশে, ফসল চাষে স্বস্তি আসে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ শাহ্‌রিয়ার আহ্‌সান চেক এর মাধ্যমে কৃষকের মাঝে এই বীমা দাবি পরিশোধ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব  তানভীর রহমান ঢালী, মাইক্রো-ইনস্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম প্রধান, ব্র্যাক; জনাব আলী তারেক পারভেজ, টিম লিড, এগ্রিকালচার ইনস্যুরেন্স, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স; জনাব কে. এ. রহমান,  ডিভিশনাল ম্যানেজার, নর্থ-ওয়েষ্ট, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান ১৬ মে একটি অনুষ্ঠানের মাধ্যমে আলুর আবহাওয়া সূচক শস্য বীমার জন্য কৃষকদের মাঝে ১,৪৬০,৮৩৮ টাকা বীমা দাবি পরিশোধ করে। সাদুল্লাপুর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অন্তর্ভুক্ত তিনটি শাখার ৮৫৯ জন কৃষক এই বীমা দাবি গ্রহণ করেন।   

সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার (এসএফএসএ) এর নির্বাহী পরিচালক জনাব সায়মন উইন্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিবেকানন্দ সাহা, জেনারেল ম্যানেজার, সাধারণ বীমা কর্পোরেশন; জনাব মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাদুল্লাপুর;  জনাব মোঃ সাহারিয়া খাঁন, উপজেলা চেয়ারম্যান, সাদুল্লাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, সাধারণ বীমা কর্পোরেশন; জনাবা অলগা স্পেকহার্ডট, গ্লোবাল ইনস্যুরেন্স প্রধান, এসএফএসএ; জনাব আরাফাত হোসেন, টিম লিডার, বাংলাদেশ মাইক্রো-ইনস্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রকল্প, সুইসকন্টাক্ট; জনাব মোঃ আমিনুল মুবিন, ইনস্যুরেন্স প্রোগ্রাম প্রধান, এসএফএসএ বাংলাদেশ;  অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব আবদুল করিম, ম্যানেজার, সাধারণ বীমা কর্পোরেশন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এসএফএসএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, জনাব ফরহাদ জামিল।
 


বিআইডিএস নোটিশ

বিআইডিএস নিউজ