IDRA নতুন চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী কে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী তিন বছরের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) চেয়ারম্যান হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত বীমা। Life এবং non-life মিলে প্রায় ১৫ লক্ষ লোক ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে থাকেন। যাদের দেখভালের জন্য সরকার প্রতিষ্ঠা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা পেশাজীবিদের সংগঠন বিআইডিএস সোসাইটি সর্বদা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও ইন্স্যুরেন্স সেক্টরের পজিটিভিটি নিয়ে কাজ করবে বিআইডিএস সোসাইটি। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী স্যারের পাশে থাকবে বিআইডিএস সোসাইটি।
জানা যায় মোহাম্মদ জয়নুল বারী নবম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২৬ জানুয়ারি ১৯৯১ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদোন্নতি পেয়ে সচিব পদে যোগদান করেন।
আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা এবং সৃষ্টিকর্তার দরবারে নেক হায়াত কামনা করছি।