অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ : সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বীমা শিল্পে শরীয়াহ নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এবং বর্তমানে তা অব্যাহত আছে। কাউন্সিলের কার্যক্রম অব্যাহত থাকায় ইসলাম প্রিয় জনগণের ইসলামী বীমা/তাকাফুলে সম্পৃক্ততা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এ দেশে দিন দিন ইসলামী বীমা কোম্পানীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাউন্সিল কর্তৃক ইসলামী বীমা/তাকাফুলের উপযোগী বিধি ও প্রবিধানমালা সমূহের প্রস্তাবনা ইতোপূর্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার পর উক্ত প্রস্তাবনার আলোকে কর্তৃপক্ষ ইসলামী বীমা/তাকাফুল বিধি ও প্রবিধানমালা সমূহের খসড়া প্রণয়ন করেছে।
গত ২৫ ফেব্রæয়ারী ২০১৬ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. শেফাক আহমেদ-এর সাথে কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর নেতৃত্বে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের অন্যতম সদস্য বিএম ইউসুফ আলী ও কাউন্সিলের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ-এর মতবিনিময় সভায় বীমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন তা অব্যাহত রাখা এবং ইসলামী বীমা/তাকাফুল বিধি ও প্রবিধানমালা সমূহ চূড়ান্ত অনুমোদন করে গেজেট আকারে প্রকাশ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়।
এছাড়াও উক্ত কার্যক্রমের পাশাপাশি কাউন্সিল প্রতি বছর “তাকাফুল জার্নাল” নিয়মিত প্রকাশ করছে। কাউন্সিল কর্তৃক বাংলাদেশে এই প্রথম ইসলামী বীমার নীতিমালা, প্রায়োগিক দিক, মডেল ও ইসলামী বীমার বিভিন্ন তথ্য উপাত্তসহ দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামী বীমা বিশেষজ্ঞদের ১৭টি প্রবন্ধ সম্বলিত ৩৬৮ পৃষ্ঠার “ইসলামী বীমা : প্রেক্ষিত বাংলাদেশ” নামে একটি মূল্যবান বই প্রকাশিত হয়েছে। উক্ত বইয়ের মাধ্যমে এ দেশের জনগণের ইসলামী বীমা/তাকাফুল বিষয়ে কিছুটা হলেও চাহিদা পূরণে সক্ষম হবে এবং ইসলামী বীমা/তাকাফুল সম্পর্কে সঠিক ধারণা পাবে বলে কাউন্সিল মনে করে।