বিআইডিএস ব্লগ বিস্তারিত

সাধারণ বীমা কি ? (What Is General Insurance)

 13 May 2022

সাধারণ বীমা বা general insurance এমন একটি বীমার প্রকার, যেখানে জীবন বীমা বা life insurance ছাড়া সব ধরণের বীমা রয়েছে। মানে, এমন সব ধরণের বীমা সাধারণ বীমা যেটা মানুষের জীবনের সাথে জড়িত না। বা, এভাবেও বলা যেতে পারে যে, আপনার স্বাস্থ্য এবং জীবন ছাড়া অন্যান্য মূল্যবান জিনিস গুলির বীমা করা মানেই হলো সাধারণ বীমা।

সাধারণ বীমাতে, আপনার মূল্যবান জিনিস গুলির চুরি হওয়া, হারানো বা ক্ষতি হওয়ার ওপরে বীমা করা হয়। যেমন, Accidental insurance, travel insurance, motor insurance, fire insurance, building insurance বা আরো অনেক।

সর্বশেষ বিআইডিএস ব্লগ

ব্লগার তথ্য

অন্যান্য ব্লগ