সদস্য নিবন্ধন ফর্ম

ন্যূনতম ২০,০০০ টাকা জমা দিয়ে দাতা সদস্য হতে পারবেন।

আজীবন সদস্য হতে হলে এককালীন ১০,০০০/= টাকা ফি প্রদান করে নিম্ন ফরম পুরণ করতে হবে।

সাধারণ সদস্য হতে হলে ১ বছরের জন্য ১০০০/= টাকা ফি প্রদান করে নিম্ন ফরম পুরণ করতে হবে।

সহযোগী সদস্য হতে হলে ১ বছরের জন্য ৫০০/= টাকা ফি প্রদান করে নিম্ন ফরম পুরণ করতে হবে।

আপনার সদস্য নিবন্ধন ফি কারো হতে জমা না দিয়ে সোসাইটির নির্ধারিত ব্যাংক একাউন্টে অথবা নগদ মার্চেন্ট পেমেন্ট/ নগদ ডোনেশন একাউন্টে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও নিবন্ধিত সদস্যগণ মেম্বার আইডি দিয়ে নগদ অ্যাপসে বিল পে অপশন থেকে সোসাইটির একাউন্টে টাকা জমা দিতে পারবেন। টাকা জমা নিশ্চিত হলে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার থেকে ই-রিসিট লিংক এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে যাবে। # Dutch-Bangla Bank Limited (Kawran Bazar Branch) Account Name: BIDS SOCIETY Account no. 1071100039801 # BIDS Society Nagad Merchant Pay & Donation Account : 01622777100 # BIDS Society Nagad Bill Pay ID: 1412

১. ব্যক্তিগত তথ্য

২. যোগাযোগের তথ্য

৩. পেশাদার তথ্য

ট্রানজেকশন ডিটেলস চয়েস করুন:

৪. ফটো এবং ফাইল

বিআইডিএস নোটিশ

বিআইডিএস নিউজ

বিআইডিএস ব্লগ