নিউজ বিস্তারিত



মাহমুদুল ইসলামের নতুন বই পাওয়ার অব টাইম ম্যানেজমেন্ট

লেখক ও প্রশিক্ষক মাহমুদুল ইসলামের লেখা এক অনন্য বই ‘পাওয়ার অব টাইম ম্যানেজমেন্ট’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি বিভিন্ন দিক থেকে ব্যতিক্রম। হাতে নিলেই মনে হবে খুব যত্নে গড়া। হার্ড কভার ও ১০০ গ্রাম অপসেট পেপারে ঝকঝকে ছাপা। পৃষ্ঠা বিন্যাসে শৈল্পিক ছোঁয়া। নজর কাড়া প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ এবং প্রুফ রিডিং করেন রহীম শাহ। বইটির দাম ৩০০ টাকা মাত্র। বইটি রকমারি.কম এ পাওয়া যাচ্ছে।

নিজের বই সম্পর্কে মাহমুদুল ইসলাম বলেন, বিগত পাঁচ বছরের সাধনা ও শ্রমের ফসল আমার লেখা ৭ম বই ‘পাওয়ার অব টাইম ম্যানেজমেন্ট’। এ সংক্রান্ত বহু বই, প্রবন্ধ ও লেখা পড়েছি। এমনকি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে ২০১৬ সালে স্বল্প মেয়াদি ট্রেনিং কোর্স সম্পন্ন করি। অসংখ্য সফল মানুষদের জীবনী পড়ে বুঝতে চেষ্টা করেছি, তাঁরা ঠিক কিভাবে সময়কে ম্যানেজ করতেন। অর্জিত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা ‘পাওয়ার অব টাইম ম্যানেজমেন্ট’ বইটি পাঠকদের এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করে দেবে। 

পাওয়ার অব টাইম ম্যানেজমেন্ট বইয়ের সূচিপত্র:
১) কখন টাইম ম্যানেজ করবেন?
২) টাইম ম্যানেজমেন্ট 
৩) সময়ের বিশ্লেষণ
৪) ক্যারিয়ার গঠনে সময় ব্যবস্থাপনা
৫) আপনার দক্ষতা গুলো চিহ্নিত করুন
৬) কম সময়ে বেশি কাজ করার আধুনিক কৌশল
৭) কঠিন কাজকে সহজে করার উপায়
৮) অফিসের কাজ দ্রুততার সাথে করার উপায়
৯) মূল্যবান সময় বাঁচাতে ‘না’ বলতে শিখুন
১০)  গুরুত্বের ভিত্তিতে কাজের তালিকা প্রস্তুত করুন
১১) বড়ো কাজকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিন
১২)  নির্দিষ্ট একটি কাজে ফোকাস করুন
১৩) সময়ের পরিকল্পিত ব্যবহারে সাফল্য অর্জন
১৪) ধ্যানের মাধ্যমে সময় ব্যবস্থাপনা
১৫) সময় ব্যবস্থাপনায় কল্পনা শক্তির ব্যবহার
১৬) ইমোশনাল ইন্টেলিজেন্স এর মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট
১৭) টাকার চেয়ে সময়ের মূল্য বেশি
১৮) সোশ্যাল মিডিয়া কে নিজের নিয়ন্ত্রণে রাখুন
১৯) অফিসে সৃজনশীল ও প্রশাসনিক কাজকে একসাঙ্গে মেশাবেন না
২০) নিজের গুরুত্ব বৃদ্ধি করুন
২১) কর্পোরেট নেগোসিয়েশন
২২) বিজনেস কমিউনিকেশন
২৩) সময় ব্যবস্থাপনায় ঘুমের ভূমিকা
২৪) অপ্রয়োজনীয় তথ্য হতে মুক্ত থাকুন
২৫) অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলুন
২৬) কাজের গতি বাড়াতে কম কথা বলুন 
২৭) অফিসের ফর্মাল পরিবেশে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন
২৮) সময় ব্যবস্থাপনায় পারকিনসনের সূত্র (Parkinson’s Law)
২৯) সময় ব্যবস্থাপনায় ABC Method
৩০) সময় ব্যবস্থাপনায় POSEC Method


বিআইডিএস নোটিশ

বিআইডিএস নিউজ