শফিকুল ইসলাম কানন
সাধারণ সম্পাদক
জীবন বীমা বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। বীমা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। ব্যক্তির উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে জীবন বীমা একটি পরিবারের জন্য নিশ্চিত নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক। বাংলাদেশের দূরন্ত অগ্রযাত্রায় তাই জীবন বীমার ভূমিকা অপরিসীম। জীবন বীমা সাধারণ মানুষের আশা,আকাঙ্খার প্রতীক। পরিবার,দেশ,সমাজ ও রাষ্ট গঠনে জীবন বীমার ভূমিকা কী হবে সে প্রত্যাশা নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ বীমা সোসাইটি। এই গ্রুপের মূল উদ্দেশ্য বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়ন,গ্রাহক সেবার মান বাড়ানো, পলিসি হোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করন,বীমা কর্মী ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণ। ইন্স্যুরেন্স বিডি গ্রুপ বিভিন্ন সেমিনার,সভা ও অনলাইন আলোচনার মাধ্যমে বীমা শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। এসব আলোচনা শুনে সাধারণ মানুষের জীবন বীমার প্রতি আগ্রহ বাড়ছে তেমনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। আমি এই শিল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। যে সকল শুভান্যুধায়ী, সম্মানিত গ্রাহক ইন্স্যুরেন্স বিডি গ্রুপকে বিভিন্ন পরামর্শ,সুপারিশ ও প্রেরণা দিয়ে অনপ্রাণিত করে যাচ্ছেন। আসুন আমারা সকলে মিলে বাংলাদেশ বীমা সোসাইটিতে যোগদিয়ে দেশের বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যাই।