নিউজ বিস্তারিত



আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সংবাদ প্রসঙ্গে 

আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে। যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনভাবেই এক হতে পারে না। কিন্তু  প্রতিষ্ঠানের সুনামের কারনে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় অন্যদিকে প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির সমালোচিত সংবাদে প্রতিষ্ঠানের ইমেজ সংকটে পরে। 

এমনই ঘটনা ঘটেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর বর্তমান চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এর নামে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হওয়ার মাধ্যমে। যেখানে বলা হয়েছে- আইডিআরএ চেয়ারম্যানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে ৪ বছরে জমা ৪০ কোটি টাকা। এই টাকার সাথে ড. মোশাররফের পেশা, অর্থের উৎস ও হিসাব খোলার উদ্দেশ্যের সাথে অসামঞ্জস্যতা রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে ব্যক্তি মোশাররফের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিজ্ঞআদালত। এতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু দেশের অপামর জনসাধারণ, বীমা গ্রাহক ও বীমা পেশাজীবিদের ভরসা ও বিশ্বাসের নাম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কে কোন ভাবই বিতর্কিত করা সমুচিত নয়।

দেশের অর্থনৈতিতে বীমা শিল্পের অবদান, ইতিবাচক ভাবমূর্তি তৈরী ও দৃশ্যমান উন্নয়নে যেকোনো মূল্য সকল বিতর্কের উর্ধ্বে আইডিআরএ কে দেখতে চায় বীমা পেশাজীবিদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)।

বীমা শিল্পোকে বাঁচাতে আসুন আমরা ১২ লক্ষ বীমা পেশাজীবি একহয়ে আইডিআরএ কে বিতর্কমুক্ত রাখি। ভরসার স্থান ঠিক রাখতে সর্বদা সোচ্চার থাকি।


বিআইডিএস নোটিশ

বিআইডিএস নিউজ

বিআইডিএস ব্লগ