নিউজ বিস্তারিত



ব্যাঙ্কাসুরেন্স ও ব্যাংকাতাকাফুল: ধারণা, মডেল এবং ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা সভা

বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড এর মহাপরিচালক জনাব কাজী মোঃ মোরতুজা আলী আজ আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিচার্স ইনষ্টিটিউট এ “ব্যাঙ্কাসুরেন্স ও ব্যাংকাতাকাফুল:ধারণা, মডেল এবং ব্যাংকের ভূমিকা” শীর্ষক বিষয়ে আলোচনা পেশ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংক এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারহান আর চৌধুরী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনষ্টিটিউট এর মহাপরিচালক জনাব মোঃ আব্দুল আউয়াল সরকার এএফআইআইবিআই।

বর্তমান সময়ে ব্যাঙ্কাসুরেন্স একটি উদীয়মান চ্যানেলগুলোর মধ্যে অন্যতম। বীমা কোম্পানি গুলো তাদের প্রিমিয়াম বাড়ানোর জন্য এটিকে একটি বিশেষ হাতিয়ার হিসেবে বিবেচনা করতে পারে। 

জনাব মোরতুজা আলী তার আলোচনায় ব্যাঙ্কাসুরেন্স ও ব্যাংকাতাকাফুল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক (IDRA)বিক্রয় কৌশল প্রবর্তনের জন্য নির্দেশিকা তৈরি করছে৷ উল্লেখ্য যে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) বিগত ০৩ ফেব্রুয়ারি, ২০২২ -এ সমস্ত মূল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। IDRA-এর মতে ব্যাঙ্কাসুরেন্স বীমা-অনুপ্রবেশ বাড়াতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে একটি খসড়া নির্দেশিকা জারি করেছে। ব্যাঙ্কাসুরেন্স পদ্ধতি ব্যাঙ্ক, বীমা কোম্পানী এবং গ্রাহকদের জন্য একটি নতুন পদ্ধতি। 

এই পদ্ধতি অনুসরণ করলে জীবন ও নন-লাইফ বীমা উভয়েরই ব্যবসা বৃদ্ধি এবং স্থিতিশীলতায় অবদান রাখবে বলে তিনি মনে করেন। বেশিরভাগ দেশে বীমা বাজারে ব্যাঙ্কাসুরেন্স এর গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অতএব, বাংলাদেশেও বীমা শিল্পের অবদান বাড়াতে ব্যাঙ্কাসুরেন্স একটি সম্ভাবনাময়ী এবং সাশ্রয়ী বন্টন চ্যানেল হিসাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ব্যাকিং, বীমা ও অর্থনৈতিক খাতের সামষ্টিক উন্নয়নে ব্যাংকাসুরেন্স অনবদ্য ও সুদূর প্রসারী ভূমিকা রাখবে এবং এ ব্যাপারে তিনি সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।  
 


বিআইডিএস নোটিশ

বিআইডিএস নিউজ

বিআইডিএস ব্লগ